১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে হত্যা ঘটনায় গ্রেফতার ৩

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে হত্যা ঘটনায় গ্রেফতার ৩ - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মো: সুলতান (৫৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যার ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) তাদেরকে হাতিয়া থানায় পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেফতার এবং গলা কাটায় ব্যবহৃত ছেনি উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন মো: জলিল (৪৯), ওসমান গনি (২৪) ও মো হোসেন (৫৬)।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাওসার আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, সবজি বাগান ও টাকা লেনদেনের জেরে এ ঘটনা ঘাটিয়েছে ।

জানা যায়, সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারে বসবাস করতেন। ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় তিনি সবজি চাষ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তার ছেলে ১১৬ নম্বর ক্লাস্টারে বাবাকে সকালের নাশতা দিয়ে যান। এরপর দুপুর সোয়া ১টার দিকে একই স্থানে তার ছেলে বাবার জন্য দুপুরের ভাত নিয়ে যান। ভাত নিয়ে গিয়ে বাবাকে দেখতে না পেয়ে তখন ছেলে তার বাবাকে ১১৬ নম্বর ক্লাস্টারে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সে তার বাবার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে অন্য ক্লাস্টারের লোকজন এগিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল