০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে হত্যা ঘটনায় গ্রেফতার ৩

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে হত্যা ঘটনায় গ্রেফতার ৩ - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মো: সুলতান (৫৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যার ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) তাদেরকে হাতিয়া থানায় পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেফতার এবং গলা কাটায় ব্যবহৃত ছেনি উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন মো: জলিল (৪৯), ওসমান গনি (২৪) ও মো হোসেন (৫৬)।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাওসার আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, সবজি বাগান ও টাকা লেনদেনের জেরে এ ঘটনা ঘাটিয়েছে ।

জানা যায়, সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারে বসবাস করতেন। ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় তিনি সবজি চাষ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তার ছেলে ১১৬ নম্বর ক্লাস্টারে বাবাকে সকালের নাশতা দিয়ে যান। এরপর দুপুর সোয়া ১টার দিকে একই স্থানে তার ছেলে বাবার জন্য দুপুরের ভাত নিয়ে যান। ভাত নিয়ে গিয়ে বাবাকে দেখতে না পেয়ে তখন ছেলে তার বাবাকে ১১৬ নম্বর ক্লাস্টারে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সে তার বাবার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে অন্য ক্লাস্টারের লোকজন এগিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন

সকল