চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় জীপ-মোটরসাইকেল ও টমটমটা গাড়ির ত্রীমুখী মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো: রিয়াজ উদ্দিন সনি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াজ উদ্দিন ফাঁশিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম সিকদার পাড়ার রহিম উল্লাহর ছেলে।
ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন বিয়ষটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার মহাসড়কের ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় আলীকদম থেকে আসা চাদের (জীপ) গাড়ি-মোটরসাইকেল ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পরই জীপ গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি জব্দ করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা