১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা

রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা - সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধে মর্টার শেলের শব্দে প্রকম্পিত হচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তের বেশ কয়েকটি গ্রাম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে রাখাইনের বুচিডং, মংডু, নলবনিয়া এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমার সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়। মর্টার শেল ও গুলির শব্দ শুনতে পাচ্ছে সীমান্তবাসীরা।

সীমান্তবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ৭০ ভাগ রাখাইন এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে গেছে। বিদ্রোহী গোষ্ঠীর সাথে ঠিকতে না পেরে অনেকেই বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বর্তমানে ২৬১ জন বিজেপি সদস্য বিজিবির হেফাজতে নাইক্ষ্যংছড়ি রয়েছে।

তারা জানায়, আরো শতাধিক জান্তা বাহিনীর সদস্য বাংলাদেশে পালিয়ে আসার অপেক্ষায় রয়েছে। মিয়ানমার অংশে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্ত জুড়ে এখন গোলাগুলি মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছে সীমান্তের বাসিন্দারা।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মঙ্গলবার রাতে ৪৬ জন জান্তা বাহিনীর যোদ্ধা নিরস্ত্র পালিয়ে আসে। তাদেরকে নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়।


আরো সংবাদ



premium cement