১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিকআপচালককে হত্যা করে রেললাইনে লাশ ফেল গেল দুর্বৃত্তরা

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক পিকআপচালককে হত্যা করে রেললাইনে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের হিঙ্গুলী খান সিটি সেন্টারের পূর্বপাশে লাশ দেখে খবর দিলে পরিবার এসে লাশ বাড়ি নিয়ে যায়।

খোকনের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে এবং ব্লেড দিয়ে রেল লাইনের সাথে বাঁধা ছিল। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মরহুম হাসেম ড্রাইভারের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোকনের স্ত্রী সানজিদা আক্তার বলেন, ‘আমার স্বামী বুধবার রাতে একই এলাকার শাহাজাহান মেম্বার বাড়িতে তার ভাতিজির গায়ে হলুদে যান। সেখানে যাওয়ার আগে স্থানীয় বখাটে ইয়াবা সেবনকারী মোতালেব, আমজাদ, রাশেল তাদের জন্য ইয়াবা নিতে উনার মোবাইলে বার বার ফোন করে। কিন্তু তিনি রাজি হননি। রাতে গায়ে হলুদে গিয়ে আর ফেরেননি। পরে সকালে রেললাইনে লাশ পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘তারা আমার স্বামীকে খুন করে রেললাইলে ফেলে যায়, যাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এটা বুঝানোর জন্য। আমার সন্তানদের নিয়ে কোথায় যাবো? কার কাছে যাবো? আমার স্বামীর হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।’

হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকালে খবর পাই খোকন মারা গেছে। কে বা কারা তাকে খুন করে রেললাইনে ফেলে গেছে। আমি পুলিশকে খবর দিয়েছি এবং পুলিশ ঘটনাস্থলে গেছে।’

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে মাদকের কারণে খুন হয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বুঝা যাবে।’

তিনি আরো জানান, ‘ঘটনা যেহেতু রেললাইনে হয়েছে, অর্থাৎ রেললাইনে লাশ পাওয়া গেছে তাই বিষয়টি দেখভাল করবেন রেলওয়ে পুলিশ। তাদের খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে আসছেন। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো।’


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল