১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চবি শাটলে কাটা পড়ে কিশোর নিহত

- ছবি : ইউএনবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ১৪ বছর।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরীর ষোলশহর রেল স্টেশনের পাশে পিলখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ধারণা করছি, শিশুটি পথশিশু। আশপাশের কোনো এলাকার হতে পারে সে। কিন্তু এখন পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি।
শিশুটির পরনে হলুদ গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট ছিল। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনা সরাসরি দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। কেউ বলছেন ট্রেনের ছাদে ছিল সে, এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় সে কাটা পড়ে মারা যায়। কেউ বলছেন ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়।’

পরিচয় নিশ্চিত হতে আমরা চেষ্টা করে যাচ্ছি বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement