১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চন্দনাইশে হাতির আক্রমণে নিহত ১

চন্দনাইশে হাতির আক্রমণে নিহত ১ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ জাগির হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বড়মা ইউনিয়নের মধ্যম বানজুরী ও সেবন্দী এলাকায় এ ঘটনা।

নিহত জাগির হোসেন মধ্যম বাইনজুরি গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য আনিসুর রহমান জানান, জাগির হোসেন সকালে নিজের ক্ষেতে ডাল তুলছিলেন। হঠাৎ দুটি বন্য হাতি ওই দিক দিয়ে যাওয়ার সময় পা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর হাতি দুটি চলে যাওয়ার সময় আরো এক যুবককে আহত করে। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি।

আনিসুর রহমান আরো জানান, হাতি দুটি কোন দিক থেকে এসেছে এবং কোন দিকে চলে গেছে তা জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, হাতি দুটি দোহাজারী পাহাড়ি অঞ্চল দিয়ে ওই এলাকা দিয়ে নদী পার হয়ে পার্শ্ববর্তী বা আনোয়ারা উপজেলা ও সাতকানিয়া চরতি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement