১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোরগ্যাংয়ের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু

কোরবান আলী - ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোরগ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে কোরবান আলীর মৃত্যু হয়েছে বলে জানান তার ছেলে আলী রেজা।

এর আগে, গত শুক্রবার (৫ এপ্রিল) কিশোরগ্যাংয়ের হামলায় গুরুতর আহত হন কোরবান আলী।

কোরবান আলীর পারিবারিক সূত্র জানিয়েছে, গত শুক্রবার বিকেলে আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইনে দিয়ে তার ছেলে আলী রেজা যাচ্ছিলেন। তখন দু’জন স্কুলছাত্র রেজার সাহায্য চায়। তাদের কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। সাথে সাথে তিনি ৯৯৯ এ কল দেন। পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যায় ইফতার কিনতে বের হন আলী রেজা। তখন তাকে পেয়ে মারধর করতে থাকে কিশোরগ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা। এক পর্যায়ে কিশোরগ্যাং সদস্যদের ইটের আঘাতে তার বাবা মাথায় গুরুতর আঘাত পান। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার আলী রেজা ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করেন। এতে মো: সামির, মো: রিয়াদ, সোহেল ওরফে বগা সোহেল, মো: আকিব, মো: অপূর্ব, মো: নিশান, মো: রাজু, মো: সাগর, মো: বাবু, মো: রাজু, মো: সংগ্রাম ও মো: সাফায়েত এই ১২ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করেন। এলাকায় তারা স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী হিসেবে পরিচিত।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানিয়েছিলেন, নগরের একটি নামকরা স্কুলের দুই ছাত্র আলী রেজার সাহায্য চান। তাদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তিনি। আর তাকে বাঁচাতে এসে তার বাবা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল