১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার

মিরসরাইয়ে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ের হত্যা মামলা পালাতক আসামি মুক্তার হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩ এপ্রিল) গ্রেফতার আসামিকে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পুরাতন কাস্টমস এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মুক্তারকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব।

আটক আসামি মুক্তার উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার নুর আলমের সন্তান। সেই প্রায় ১২ বছর ধরে পালাতক ছিল।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারি পরিচালক নূরল আবছার জানান, আসামি মুক্তার ১৫-১৭ জন সহযোগী মিলে ছুরি ও চাপাতি দিয়ে নৃশংসভাবে একজনকে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মামলা হলে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে আসামি মুক্তারকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।


আরো সংবাদ



premium cement