সোনাগাজীতে যৌতুক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
- ফেনী অফিস
- ০২ এপ্রিল ২০২৪, ২২:১৩
ফেনীর সোনাগাজীতে দ্বিতীয় স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় সামছুল আরেফিন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় বলেন, উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিনের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা থানায় আসার পর মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলার চর খোয়াজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। একই দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা