১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাহ্মণবাড়িয়ায় তারাবির নামাজ পড়ানো নিয়ে সংঘর্ষে ইমামসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় তারাবির নামাজ পড়ানো নিয়ে সংঘর্ষে ইমামসহ আহত ৩ - প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তারাবির নামাজের ইমামতি করাকে কেন্দ্র করে সংঘর্ষে ইমামসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) রাত ৯টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া নুরে মদিনা জামে মসজিদে এ ঘটে।

আহতরা হলেন ফুলবাড়িয়া গ্রামের মরহুম সোনা মিয়ার ছেলে মাওলানা আব্দুর রহমান (৬৫), মরহুম মতিউর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩০), শহীদ মিয়ার ছেলে আব্দুল হক (৫৫)। তাদের উন্নয়ত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরো পাঁচ থেকে সাতজন স্থানীয় চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে নুরে মদিনা জামে মসজিদের ইমামতি করে আসছেন মাওলানা আব্দুর রহমান। তিনি অসুস্থতার জন্য চিকিৎসাধীন থাকায় ৩১ মার্চ তারাবিসহ প্রতি ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছেন মসজিদটির মক্তবের শিক্ষক উপজেলার নাজিরাবাড়ির মো: দুলাল মিয়ার ছেলে নাঈম মিয়া (১৮)। মাওলানা আব্দুর রহমান সুস্থ হয়ে সোমবার এশার সময়ে নামাজ পড়াতে এলে মুসল্লিদের একাংশ তাকে ইমামতি করতে বাধা দেয়। এতে দুই গ্রুপের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান জামিল জানান, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই ঘটনার দোষীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১ রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকল