১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়াই কেজি আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের রোয়াংছড়ি থেকে দুই কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পাচার ও চোরাচালান চক্রের রেদামা মারমা (৪৮) নামে এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় ওই এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রেদামা মারমা বান্দরবানের রোয়াংছড়ি আঙ্গাপাড়া এলাকার মরহুম থোয়াইচিমং মারমার স্ত্রী।

সিনিয়র সহকারী পরিচালক মো: আবু সালাম চৌধুরী জানান, ‘গোপন সূত্রে জানা যায়, আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদককারবারি বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে রোববার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে রেদামা মারমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুই কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।’

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, ‘গ্রেফতার রেদামা মারমা একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত।’

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল