২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

নবীনগরে কৃষি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

- ছবি : ফাইল

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর হেলাল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

শুক্রবার সকালে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিম পাড়া কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি দেখতে শতশত লোকজনের ভীড় জমেছে।

হেলাল নবীনগর উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

হেলালের মা পিয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে তার বউ প্রতিনিয়ত মারধর করতো, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে এসেছে। এখানে কি করে এলো, কিভাবে মারা গেলো কিছুই বুঝতে পারছি না। এই মৃত্যুর সাথে তার শশুর বাড়ির লোকজন জড়িত থাকতে পারে।’

তিনি আরো বলেন, হেলালের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

হেলালের বোন পারভীন বেগম বলেন, ‘আমার ভাই নবীনগরে ভাড়া বাসায় থেকে ঝালমুড়ি বিক্রি করতো, মাঝে মাঝে রিকশা চালাতো। বউয়ের নির্যাতন ও পারিবারিক অশান্তির কারণে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সজল কান্তি দাস বলেন, নারায়ণপুর গ্রামে কৃষি জমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করেছে।

তিনি আরো বলেন, লাশের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রচণ্ড ঠান্ডার কারণে তার শরীর শক্ত হয়ে গেছে।

লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাককারখানার আগুন নিয়ন্ত্রণে ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫

সকল