১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

চকরিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

- ছবি : ফাইল

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা শাহ ওমর দরগাহ এলাকায় বাড়ির উঠানে ধান মাড়াই করতে গিয়ে বন্য হাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কবির আহমদ কাকারা ইউনিয়নের আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, ওই দিন রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এ সময় পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement