নবীনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
- নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ২২ জুন ২০২৩, ১৯:৫৬
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মো: বাচ্চু মিয়া (৭৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারির মোড়ে অটোরিকশা উল্টে গিয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি ।
বাচ্চু মিয়া নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের বৃদ্ধ সৈয়দ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে বাচ্চু মিয়া অটোরিকশা দিয়ে নবীনগর আসার পথে শ্রীরামপুর গ্রামের কাচারি মোড় সড়কে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় বাচ্চু মিয়া ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গাড়ির চালকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাচ্চু মিয়ার স্ত্রী রেজিয়া বেগম জানান, আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমাকে বেলেন, তুমি চা বানাও আমি ঘুরে এসে চা খাব। ওনার কথা মতো চা বানিয়ে অপেক্ষা করছিলাম। এ সময় খবর এলো তিনি অটোরিকশা থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে আছেন। হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেচেন নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা