নোয়াখালীতে মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
- নোয়াখালী অফিস
- ১০ জুন ২০২৩, ১২:১৭, আপডেট: ১০ জুন ২০২৩, ১২:১৯
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে দুলাল চন্দ্র দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার চিত্ত বাবুর দীঘিতে এ ঘটনা ঘটে।
দুলাল উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার দাস বাড়ির হরলাল চন্দ্র দাসের ছেলে। স্থানীয় টঙ্গীরপাড় কালী মন্দীর সংলগ্ন চিত্ত বাবুর দীঘি লিজ নিয়ে মাছ চাষ করতেন তিনি।
বেগমগঞ্জ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে দীঘির পাড়ে বসে মাছ পাহারা দিতেন দুলাল। ঘটনার দিন রাতেও দীঘির মাছ পাহারা দিতে যান তিনি। সেখানে দুর্বৃত্তরা মাথা থেকে মুখ ও গলায় ছুরিকাঘাত করে ফেলে চলে যায়। রাতে একই বাড়ির অপর এক ব্যক্তি মাছ ধরার জন্য তার কাছে দীঘির পাড়ে যান। তখন তিনি তার নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। একপর্যায়ে তিনি দেখতে পান তার রক্তাক্ত লাশ চেয়ারে পড়ে আছে।
এ বিষয়ে ফরিদুল ইসলাম বলেন, দুলালসহ কয়েকজন পালাক্রমে প্রতিদিন রাতে মাছ পাহারা দিতেন। দুর্বত্তরা তার পাহারার সময় তাকে হত্যা করে চলে যায়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা