১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু -

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে বজ্রপাতে বাবুল ভূইয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল ভূইয়া বিটঘর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শহিদ ভূইয়ার বড় ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কৃষি জমি থেকে ধান কাটতে যান বাবুল। এ সময় তিনি ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন। একপর্যায়ে তার ওপর বজ্রপাত ঘটলে তিনি লাফ দিয়ে নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, বজ্রপাতে ওই কৃষকের মুত্যুর সংবাদ পাওয়ার পরপরই স্থানীয় চেয়ারম্যানকে নিহতের বাড়িতে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা


আরো সংবাদ



premium cement