১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নোয়াখালীতে রাস্তার পাশে রক্তাক্ত লাশ

- ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবককে হত্যার পর রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম শাহাদাত হোসেন (২৭)। তিনি উপজেলার জয়াগ ইউনিয়নের বকস আলী জমাদার বাড়ির মরহুম আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন পথচারী স্থানীয় মাহুতলা তিন রাস্তার মোড় এলাকায় শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ দুপুর ১২টার দিকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। লাশের শরীরে জখমের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, গত রাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। লোকটি এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন।

সোনাইমুড়ী থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোহাম্মাদ আহসান উদ্দিন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement