ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ২৩ নভেম্বর ২০২২, ১৭:০০
ব্রাহ্মণবাড়িয়ায সড়ক দুর্ঘটনায় পায়েল সর্দার (২৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পায়েল কসবা উপজেলার খাড়েরা গ্রামের কাইয়ূম সর্দারের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে পায়েলসহ দুজন কসবার খাড়েরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতানপুর এলাকায় মোটরসাইকেলটি একটি কাভার্ডভ্যানের পেছন ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা পায়েল ঘটনাস্থলে মারা যান। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যাক্তির নাম ঠিকানা জানা যায়নি।
এটিএসআই রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে দুজন আরোহীর মধ্যে পিছনে বসা আরোহী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা