২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা : প্রতিবাদে যানবাহনে আগুন

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা : প্রতিবাদে যানবাহনে আগুন - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) নেতা অংথুই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-ঢাকা সড়কের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিয়েছে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)। এতে এলাকায় ও যাতায়তকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার দুপুর ৩টার দিকে রামগড় উপজেলার দাতারাম পাড়া ও গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে পৃথকভাবে মালবোঝাই ট্রাকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ট্রাকচালক জানান, সন্ত্রাসীরা তাকে গুলি করতে চেয়েছিল। সে হাতে-পায়ে ধরে জীবন ভিক্ষা নিয়েছে। এরপর গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা।

গাড়িতে থাকা শ্রমিকরা জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালামালসহ গাড়ির আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ইউপিডিএফের একটি সূত্র জানায়, অংথুই মারমাকে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই অবরোধ পালন করছে ইউপিডিএফের স্থানীয় কর্মী-সমর্থক ও ইউনিটের সদস্যরা। এছাড়া ইউপিডিএফ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায়।

রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা মো: ইফতেখার উদ্দীন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত দুটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে নেয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দু’আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) গুইমারা শাখার আঞ্চলিক কমান্ডার অংথুই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়। নিহত অংথুই মারমা উপজেলার বুদং পাড়ার কংহ্লাউ মারমার ছেলে।


আরো সংবাদ



premium cement
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং

সকল