বিয়ের প্রলোভনে নগ্ন ছবি তুলে টাকা আদায়, কিশোরীর আত্মহত্যা
- নোয়াখালী অফিস
- ১২ জুলাই ২০২২, ২০:৫৬
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে এক কিশোরীর নগ্ন ছবি তুলে পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আবদুল করিম নামের একজনের বিরুদ্ধে। পরে আরো টাকা দাবি করায় অপমানে আত্মহত্যা করেছেন ওই কিশোরী।
মঙ্গলবার বিচার চেয়ে উপজেলার চাপরাশিরহাট বাজার এলাকায় মানববন্ধন করেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের ওই কিশোরী ও তার পরিবারকে আবদুল করিম নামে স্থানীয় এক ব্যক্তি প্রতারণার ফাঁদে ফেলে নানাভাবে হয়রানি করেন।
আবদুল করিম প্রথমে তার সাথে মোবাইলফোনে সৌরভ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ওই ছেলের সাথে বিয়ে দেয়ার কথা বলে তাকে বাড়ি থেকে পাশে এক জায়গায় নিয়ে যান। সেখানে তার নগ্ন ছবি তোলেন এবং কাউকে জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এরপর কাজির মাধ্যমে প্রীতির বিয়ে হয়।
পরে তার মায়ের কাছ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্য আড়াই লাখ টাকা হাতিয়ে নেন তিনি। একপর্যায়ে আরো টাকা চেয়ে না পেয়ে তার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। অপমান সইতে না পেয়ে ১ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ ঘটনায় তার পরিবার আবদুল করিম ও কথিত প্রেমিক সৌরভকে আসামি করে কবিরহাট থানায় একটি মামলা করেন।
নোয়াখালীর পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাস্টার মহিন উদ্দিন, ওবায়দুল হক বিএসসি, আওয়ামী লীগ নেতা সেলিম, সাইফুদ্দিন ফয়সাল ও জামাল উদ্দিনসহ নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা