১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ছাত্রলীগের সিনিয়রকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছাত্রলীগের সিনিয়রকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন -

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে শাখা ছাত্রলীগের সিনিয়র নেত্রীকে জুনিয়র নেত্রী কর্তৃক মারধরের ঘটনার বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। একই ঘটনায় সাংগঠনিকভাবে অভিযুক্ত নেত্রীকে কারণ দর্শানোর নির্দেশনা দিয়েছে শাখা ছাত্রলীগ।

তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসিনা বেগম। সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুন নাহার ও অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদ আহমেদ।

কমিটির আহবায়ক হাসিনা বেগম বলেন, ’তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আমরা আজকেই মিটিংয়ে বসবো। তদন্ত করে একটা রিকমেন্ডেশন রিপোর্ট দিবো, তারপর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে একই ঘটনায় মঙ্গলবার (২৫ ডিসেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযুক্ত রিফায়েত জাহান উপমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ’বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী সদস্য আশা আফরিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনার (রিফায়েত জাহান উপমা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সেলে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।’

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি ‘তুই’ বলে সম্বোধন করায় শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ও আইসিটি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রিফায়েত জাহান উপমার হাতে মারধরের শিকার হন লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশা আফরিন। মারধরের একপর্যায়ে আশা আফরিন অচেতন হয়ে পড়েন।


আরো সংবাদ



premium cement