কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকচাপা, ৩ মাদরাসাছাত্র নিহত
- আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)
- ০৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৫, আপডেট: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:০০
খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (৯ ডিসেম্বর) রাত ১২-৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন হাফেজ আব্দুল্লাহ, মোহাম্মদ সালাহউদ্দিন ও আব্দুল গফুর । আহতদের মধ্যে দুজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাটি এলাকার হাকিমপুর মাদরাসার ছাত্র। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আহতরা জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদরাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে রাতে তাদের মাদরাসায় যাওয়ার উদ্দেশে ইজিবাইকে রওনা করেন এবং পথিমধ্যে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা