পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
- ০৭ অক্টোবর ২০২১, ২২:১৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্বশুরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ১ অক্টোবর রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করেন ৫০ বছর বয়সী শ্বশুর। এ ঘটনায় বুধবার রাতে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো: হাসান বলেন, এ ঘটনায় বুধবার রাতে ওই মেয়ের পরিবার থানায় মামলা করলে রাতেই শ্বশুরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা