হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)
- ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৬
হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ছিপাতলী ইউনিয়নে নানার বাড়ির পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা
হয়।
৪ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস ইকরা নামের শিশুটি হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের আমির মাঝির বাড়ির মুসলিম উদ্দীনের মেয়ে।
জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মায়ের সাথে ছিপাতলী ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল ফেরদৌস ইকরা। আজ সকালে হঠাৎ ইকরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা