০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`
চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধন

দেশের উন্নয়নের স্বার্থে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার : রেলমন্ত্রী

দেশের উন্নয়নের স্বার্থে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার : রেলমন্ত্রী - নয়া দিগন্ত

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। ওই লক্ষে সরকার সড়কপথ, রেলপথ, নৌপথ ও আকাশপথের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যে দেশের রেল, সড়ক, নৌ ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত, ওই দেশও ততই উন্নত।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০১১ সালে রেলকে আলাদাভাবে মন্ত্রণালয় গঠনের পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যেখানে রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছিল, সেখানে আজ সরকার দোহাজারী-গুনদুম রেলপথ নির্মাণসহ সমগ্রদেশেই রেল যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে।

শনিবার বেলা ১১টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-দোহাজারী রুটে নতুন ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের মহা-ব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো: নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন প্রমুখ। পরে মন্ত্রী বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে নতুন ডেমু ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন।

এ দিকে একইভাবে দ্বিতীয়বার দুপুরে চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনে ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী।


আরো সংবাদ



premium cement
দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর

সকল