দেশের উন্নয়নের স্বার্থে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার : রেলমন্ত্রী
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। ওই লক্ষে সরকার সড়কপথ, রেলপথ, নৌপথ ও আকাশপথের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যে দেশের রেল, সড়ক, নৌ ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত, ওই দেশও ততই উন্নত।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০১১ সালে রেলকে আলাদাভাবে মন্ত্রণালয় গঠনের পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যেখানে রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছিল, সেখানে আজ সরকার দোহাজারী-গুনদুম রেলপথ নির্মাণসহ সমগ্রদেশেই রেল যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-দোহাজারী রুটে নতুন ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের মহা-ব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো: নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন প্রমুখ। পরে মন্ত্রী বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে নতুন ডেমু ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন।
এ দিকে একইভাবে দ্বিতীয়বার দুপুরে চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনে ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী।