বান্দরবানের ঝর্ণায় পর্যটকদের যাতায়াত বন্ধের নির্দেশ
- বান্দরবান সংবাদদাতা
- ০৬ অক্টোবর ২০২০, ১৪:৩২
বান্দরবানের দুর্গম পাহাড়ি ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার প্রশাসন এ নির্দেশনা জারি করেছে। গত ৩ অক্টোবর বান্দরবানের থানছি উপজেলার নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে ঢাকার এক পর্যটক মারা যাওয়ার পর এ নির্দেশ দেয়া হয়। বর্তমানে বান্দরবানের থানছি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। সেইসাথে প্রশাসন বান্দরবানের অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তাও জোরদার করেছে বলে জানা গেছে।
থানছি উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানিয়েছেন, সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঝর্ণাগুলো এ সময়ে উত্তাল রয়েছে। পর্যটকদের জন্য ওই সব জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এসব দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াত আপাতত বন্ধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সকালে ঢাকার উত্তরার জহিরুল ইসলামের ছেলে জাকারুল ইসলাম কানন থানছি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। পরের দিন তার লাশ উদ্ধার করা হয়। এর আগেও ওই ঝর্ণায় গোসল করতে গিয়ে দু’জন পর্যটক মারা গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা