২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কমলনগরে জলাবদ্ধতায় তিনশতাধিক পরিবারের দুর্ভোগ চরমে

কমলনগরে জলাবদ্ধতায় তিনশতাধিক পরিবারের দুর্ভোগ চরমে - নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের চরসামছুদ্দিন এলাকার এক প্রভাবশালীর বিরুদ্ধে ৫০ বছরের পুরনো একটি শাখা খাল ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন নামের ওই প্রভাবশালী অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে উত্তোলন করা বালু দিয়ে শাখা খালটির প্রায় ২০০ ফুট অংশ ভরাট করে নিজের দখলে নিয়েছেন। এতে করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রায় ২৫০ একর ফসলি জমি নষ্ট হওয়াসহ এলাকার তিন শতাধিক পরিবারকে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এ অবস্থা থেকে প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে চরকালকিনি ইউনিয়নের দুই ও তিন নম্বর ওয়ার্ডের সীমানা নির্ধারণী জয় বাংলা শাখা খাল দিয়ে চরসামছুদ্দিন এলাকার পানি স্থানীয় জয় বাংলা খাল হয়ে মেঘনা নদীতে নিষ্কাশন হয়ে আসছিল। দীর্ঘ ৫০ বছর ধরে এভাবে পানি নিষ্কাশন হয়ে আসলেও গত তিন মাস আগে স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন শাখা খালটি ভরাট করে ফেলেছেন। খালের জমি নিজের দাবি করে ওই প্রভাবশালী অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের মাধ্যমে ওই খালটি ভরাট করায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, শাখা খালটির পূর্ব ও পশ্চিম মুখে বস্তার বাঁধ দিয়ে প্রায় ২০০ ফুট অংশ বালু দিয়ে ভরাট করায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। এতে টানাবৃষ্টি ও মেঘনার জোয়ারের পানি জমে খালটির আশপাশ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘ এক মাস ধরে চলতে থাকা এ জলাবদ্ধতার কারণে কৃষকদের চাষ করা প্রায় ৩০০ একর ফসলি জমির আউশ, আমন ও শাকসবজির ২৫০ একরই নষ্ট হয়ে গেছে। বাড়ির আঙিনা ও চলাচলের রাস্তায় পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

আবু তাহের নামে স্থানীয় এক কৃষক জানান, ১৭ হাজার টাকা খরচ করে তিনি এক একর জমিতে আউশ ধান আবাদ করেছেন। শাখা খালটি ভরাট হওয়ায় খেতে পানি জমে থাকায় তার পুরো জমির ফসলই এখন নষ্ট হয়ে গেছে।

কৃষক আব্দুল মন্নান জানান, জলাবদ্ধতার কারণে ২০ শতক জমির শসা গাছ পচে যাওয়ায় তিনি প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

মো. কামাল নামে আরেক কৃষক সদ্য রোপন করা তার দুই একর জমির আমন ধানের চারা নষ্ট হয়েছে বলে জানান।

কামাল হোসেন, খাজা আহাম্মদ, আলী হোসেন, মো. দুলাল, আমির হোসেন ও আমির ইসলামসহ কয়েকজন এলাকাবাসী জানান, এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপয়ান্তু না পেয়ে তারা এখন এইএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ সময় তারা এ জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত ইসমাইল হোসেন জানান, শাখা খালটি সরকারি জায়গা নয়; তার ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যে কারণে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ জনপ্রতিনিধিদের জানিয়ে তিন মাস আগে বালু দিয়ে সেটি ভরাট করেছেন। ওই সময় কেউ বাধা না দিলেও এখন অনেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এলাকার জলাবদ্ধতা নিরসনে এখন ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তিনি জায়গা দিতে সম্মত রয়েছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন অভিযোগ পাওয়া সত্যতা নিশ্চিত করে জানান, সমস্যাটি সমাধানের জন্য স্থানীয় চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিদ্রুত এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন

সকল