২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্ত্রীকে খুন করে নিজেই পুলিশের কাছে ধরা দিলেন স্বামী

-

চট্টগ্রামের সাতকানিয়ায় স্ত্রী নুসরাত শারমিনকে (৩০) খুন করে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী আবদুর রহিম (৩৮)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রবাসী জসিম উদ্দীনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আবদুর রহিম বান্দরবান পার্বত্য জেলা রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢেমশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিকদার পাড়ার ডা: নুরুল আমিনের বাড়ির মৃত রমজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গৃহবধূ নুসরাত শারমিন বাপের বাড়ি সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়া থেকে স্বামীর ভাড়া বাসায় আসেন। সাথে তার ভাইও আসে। পরে ভাই চলে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে স্বামী রহিম। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।

ছয়-সাত বছর আগে বিয়ে হয় তাদের। তাদের পরিবারে দুই বছরের এক ছেলে ও তিন মাসের এক মেয়ে রয়েছে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্বামীর দায়ের কোপের আঘাতে গুরুতর জখম স্ত্রী চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement