চাঁদপুরে অটো চুরির মামলায় যুবলীগ নেতাসহ ৩জন জেলে
- চাঁদপুর সংবাদদাতা
- ২৪ আগস্ট ২০২০, ১৬:৩৪, আপডেট: ২৪ আগস্ট ২০২০, ১৬:৩৫
চাঁদপুরের হাজীগঞ্জে অটো চুরির মামলায় যুবলীগ নেতা ওয়াসিমসহ ৩যুবককে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ২৩ আগস্ট অটো বাইকের মালিক হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুর মুন্সী বাড়ির দুলামিয়ার ছেলে আব্দুর রব বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে।
আটককৃতরা হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ পন্ডিত বাড়ির (বতুমিয়ার বাড়ি) মো. কামাল হোসেনের ছেলে স্থানীয় যুবলীগ নেতা ওয়াসিম (২৬), একই বাড়ির মামুনের ছেলে রঞ্জন আলী ও আবুল হোসেনের ছেলে রাব্বি (১৬)। এদিকে রাব্বি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে।
মামলার এজাহার ও বাদীর দেয়া তথ্যে জানা গেছে , ২২ আগস্ট শনিবার রাত ৩টায় অটো বাইক চুরির উদ্দেশ্যে এনায়েত পুর মুন্সী বাড়িতে যায় রঞ্জন আলী ও রাব্বি। অটোর মালিক আব্দুর রবের ছোট ভাই আরমান টেঁটা দিয়ে মাছ শিকার শেষে বাড়ির উঠানে উপস্থিত হয়ে দেখতে পায় অটো বাইক চুরি করে নিয়ে যাচ্ছে। তখনি হাতে-নাতে রঞ্জন ও রাব্বীকে আটক করে। ওই বাড়ির বাহিরে অটোর অপেক্ষায় থাকা চোর চক্রের মূল হোতা যুবলীগ নেতা ওয়াসিম তার সঙ্গীদের ছাড়িয়ে আনতে বাড়ির ভিতর গেলে তাকেও আটক করে উত্তেজিত জনতা। এসময় অটোবাইক চুরির ঘটনায় এ তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা