লোহাগাড়ায় দিনদুপুরে সিনেমা স্টাইলে মোটরসাইকেল ছিনতাই
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ আগস্ট ২০২০, ২০:১৬
লোহাগাড়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র দিনদুপুরে মোটরসাইকেল ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার পর্যটকদলের আপন শীল জানান, আমরা ছয় বন্ধু মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে আসার পথে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে পৌঁছলে ১০/১২ জনের একটি ছিনতাইকারী দল আমাদের কাছে ইয়াবা আছে বলে বাইকের গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের দুইটি বাইক ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং আমাদের মারধর করে। পরে বাইক দুইটি ফেরত দেয় বলে তিনি জানান।
পথচারী জুলফিকার মঈনুদ্দিন জানান, বটতলী মোটর স্টেশনে সিনেমা স্টাইলে হঠাৎ ছিনতাইকারীর দল মোটরসাইকেল আরোহীদের গতিপথ রোধ করে। চোখের পলকে দুইটি মোটরসাইকেলসহ এক পর্যটককে সাথে নিয়ে উধাও হয়ে যায়। দিনদুপুরে এধরণের ঘটনা দুঃখজনক।
ঘটনার প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, ছিনতাইকারী দলের এক সদস্য পর্যটকদলের অন্য একটি মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে আমি বাধা দেই। অবস্থা বেগতিক দেখে সে মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ জানান, ছিনতাইয়ের ব্যাপারে ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেননি। তবুও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার আড়ালে অন্য কোনো বিষয় কাজ করছে কিনা এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা