পরিবারসহ আরো এক আ’লীগ নেতা করোনা আক্রান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুন ২০২০, ১২:০০, আপডেট: ১১ জুন ২০২০, ১২:০১
চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের নয় সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তার স্ত্রী, ছেলে ও নাতিসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মঙ্গলবার নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে পাঁচজনের ফলাফল নেগেটিভ এবং বাকিদের পজেটিভ আসে। বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
সংসদ সদস্য মোছলেম উদ্দিনের পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরে করোনারভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে গতকাল বোয়ালখালীর সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে মোছলেম উদ্দিনের পরিবারের ১০ জন ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য ও এক চিকিৎসক রয়েছেন।
এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা