বাঁশখালীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬শ’ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৫ মে ২০২০, ২৩:১৪, আপডেট: ১৫ মে ২০২০, ২৩:০৭
চট্টগ্রামের বাঁশখালী উপকূলে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০০ অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের অনুপ্রেরণায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের পক্ষ থেকে এসব ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণকালে শামসুল আলম ভিপি, নাছির উদ্দিন খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শহিদ উল্লাহ, স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মনজুর আলম, মোশারফ আলী বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শওকত, যুবলীগ নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা মিজানুল হক, মো: সাহেদ, নুর উদ্দিন রকি ও শিপন উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা