১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত ১০

- ফাইল ছবি

কুমিল্লায় টেকনিশিয়ানের সহযোগী ও ইউপি সদস্যসহ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে দুই জন, মুরাদনগর তিন জন, লাকসামে দুই জন, দেবিদ্বারে দুই জন ও মনোহরগঞ্জের একজন রয়েছেন।

সূত্র আরো জানায়, লাকসামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগে আক্রান্ত প্যাথলজি টেকনিশিয়ানের এক সহযোগী ও মুদি দোকানি নতুন করে আক্রান্ত হয়েছেন। মুরাদনগরে তিন জন আক্রান্তের মধ্যে একজন ইউপি(ইউনিয়ন পরিষদ) সদস্য রয়েছেন।

উল্লেখ্য, বুধবার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৭৬৬টি নমুনার মধ্যে দুই হাজার ৩৩৭টি রিপোর্ট প্রকাশ হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। সুস্থ হয়েছেন ২৬ জন। মৃত্যু হয়েছে চার জনের।


আরো সংবাদ



premium cement