মিরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে অঙ্গার খামারীর স্বপ্ন
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২০, ১০:৫৫
এনজিও থেকে ঋণ আর ক্ষেতের ধান বিক্রির টাকা দিয়ে গড়ে তোলা খামার পুড়লো দুর্বৃত্তের দেয়া আগুনে। তিন বছরের পরিশ্রমে সফল একজন খামারি হতে যাওয়া চট্টগ্রামের মিরসরাইয়ের আশিকুলের স্বপ্ন নিমেষেই শেষ হলো।
জানা গেছে, উপজেলার ধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের খামারী আশিকুল ইসলাম সব হারিয়ে এখন সর্বশান্ত। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার খামারে দুর্বৃত্তরা আগুন দিলে পুড়ে ছাই হয়ে যায় খামারের একটি দুগ্ধ গাভী। শরিরের দুই তৃতীয়াংশ পুড়ে মারাত্মক দগ্ধ হয়েছে খামারের আরো চারটি গরু ও বাচুর।
খামারী আশিকুল ইসলাম বলেন, ‘খামার এলাকায় চুলা, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার বিশেষ করে আগুন লাগার মত কিছুই নেই। কেউ শত্রুতা করে আমার খামারে আগুন দিয়েছে। তবে আমি কাউকে সন্দেহ করছি না। থানা অজ্ঞাতনামা আসামি দিয়ে আমি মামলা করবো।’
এ সময় আশিকুল আরো জানান, তিন বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে তিনি এক লাখ টাকা ঋণ নিয়ে এবং চাষের ধান বিক্রি করে দুটি গুরুর বাছুর দিয়ে খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে গরু, গাভী আর বাছুর মিলিয়ে ১০টি ছিল। গত তিন বছরের লাভের টাকাও তিনি খামারে পুঁজি খাটিয়েছেন। এখন তিনি নি:স্ব।
স্থানীয় পল্লী পশু চিকিৎসক দুলাল দেবনাথ জানান, কয়েকটি গরু ও গরুর বাছুর দগ্ধ হয়েছে। এগুলো সেরে উঠার সম্ভাবনা কম। তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
স্থানীয় ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্য রাতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা যা জেনেছি খামার এলাকায় আগুন লাগার মত কোনো সূত্র নেই। কেউ শত্রুতা করে লাগিয়েছে বলে আমরা ধারণা করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা