২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ২ জনের মৃত্যু

- সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সীতাকুণ্ড উপজেলার এক মুক্তিযোদ্ধা কমান্ডার (৭২) ও আনোয়ারা উপজেলার এক যুবক (২২)। তারা করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার জানান, সোমবার বেলা ৩টার দিকে ৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা কমান্ডার মারা যান। এর আগে রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই যুবক।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই যুবককে রোববার রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো হয়। তিনি সকালে সেখানে ভর্তি হয়েছিলেন। চমেক হাসপাতালে আনার পরই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া বলেন, ‘জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছিলেন। আর মেডিকেলে যিনি মারা গেছেন তার কাশি ও শ্বাসকষ্টসহ নিউমোনিয়ার উপসর্গ ছিল। তারা কেউ বিদেশফেরত নন। বিদেশফেরত কারও সংস্পর্শেও আসেননি। তারপরও আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠিয়েছি।’

এদিকে, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর খবরে তারা পূর্ব সতর্কতার অংশ হিসেবে একটি পাড়া লকডাউন করে দিয়েছেন। ‘প্রায় ১০০ পরিবারের বসবাস ওই পাড়ায়। তাদের সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সোমবার ভোর থেকে সেখানে প্রবেশ কিংবা বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা একমাত্র বাংলাদেশেই ঘটেছে : গভর্নর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ

সকল