২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

- ছবি: প্রতীকী

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

জানা যায়, মঙ্গলবার সকালে আব্দুল্লাহ খেলতে খেলতে বিদ্যালয়টির নবনির্মিত ভবনের ৩ তলায় গেলে সেখানে বিদ্যালয়ের পাশ ঘেঁষে চলে যাওয়া উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

নিহত আব্দুল্লাহ নারায়নহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইদিলপুর গ্রামের সওদাগরপাড়ার আশরাফুল আলমের একমাত্র সন্তান।

এই ঘটনায় প্রধান শিক্ষক দিলীপ কুমার ঠিকাদারী প্রতিষ্ঠান ও পল্লী বিদ্যুতের ডিজিএমের অবহেলাকে দায়ী করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ফটিকছড়ি-হেয়াকো রোডে ব্যারিকেট দিলে ঘন্টাখানেকের জন্য যান-চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করলে যান-চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ। পরে উপস্থিত নেতৃবৃন্দ, তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাফেলতিকে দায়ী করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।


আরো সংবাদ



premium cement