২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চার সন্তানের জননীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

অভিযুক্ত স্বামী মো: জয়নাল আবেদীন (৩৫) -

চট্টগ্রামের বাকলিয়ায় চার সন্তানের জননীকে গলাকেটে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে রোববার গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকার একটি চায়ের দোকান থেকে স্বামী মো: জয়নাল আবেদীনকে (৩২) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। মুরাদনগর থানার মৃত রুহুল আমীনের ছেলে তিনি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, স্ত্রী মোছাম্মৎ রোকসানা বেগম হত্যা মামলার আসামি জয়নাল আবেদীন পালিয়ে বেড়াচ্ছিলেন। জানতে পারি কুমিল্লার কান্দিরপাড় এলাকার একটি চায়ের দোকানে পরিচয় গোপন করে কাজ করছেন জয়নাল। এমন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে রোববার বিকেলে আদালতে হাজির করা হলে জয়নাল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ জানায়, বাকলিয়া থানার তুলাতলী আলী মার্কেটের (লিজা বিল্ডিং) পঞ্চম তলার সিঁড়ির পাশের একটি ভাড়াঘরে আসামি মো: জয়নাল আবেদীন তার স্ত্রী ও ৪ সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক ছিলেন।

২০১৮ সালের ৩১ নভেম্বর রাতে পারিবারিক বিরোধের জের ধরে জয়নাল তার স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement
আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি

সকল