বাঘাইছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় আরো একজনের মৃত্যু
- রাঙ্গামাটি সংবাদদাতা
- ০৯ এপ্রিল ২০১৯, ১৩:০৭
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গত ১৮ মার্চ নির্বাচনী কাজ শেষে সাজেক থেকে ফিরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনার ২০ দিন পর আহত আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিরু বিকাশ চাকমা।
এ ঘটনার এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৮ জনে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মজুর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নির্বাচনে তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর থাকে প্রথমে চট্টগ্রাম পরে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়। আজ বিকালে তার লাশ বাঘাইছড়ির নিজবাড়িতে আনা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা