২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ধানের শীষে ভোট দিন, বেগম জিয়াকে মুক্ত করুন’

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম-৫ আসনে বিশ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন ,বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় দিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে।আপনাদের একটি মূল্যবান ভোট বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাঁচাতে পারে।

তাই সকল ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোটদানের জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান করেন। একইসাথে ভোটে কারচুপি ও কেন্দ্র দখল রুখতে সকলকে কেন্দ্রে পাহারা দেয়ার আহবান জানান।

তিনি আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে চারিয়া বোর্ডস্কুল, কাজি পাড়া, মুরাদপুর, চারিয়া নয়া হাট বাজার, রেলষ্টেশন, হাজি পুকুর পাড়, বুড়ি পুকুর পাড়, মুহুরী হাট বাজার, কালবাদশা পাড়া, হাকিম মাহেবের ঘাটা, মাজ দীঘির পাড়, কালিদাশ চৌধুরী হাট, বেলুয়ার পাড়া, মির্জাপুর মোমিন মাহ দরবার শরীপ, পশ্চিম মির্জাপুর পাহাড়তলী এলাকা, মির্জাপুর হাজি পুকুর পাড় এরাকা, মির্জাপুর রেল ষ্টেশন, মসিউদ্দৌল্লা দরবার শরিফ, সরকারহাট বাজারে গণসংযোগ করেন। এসব স্থানে গণসংযোগ চালাকালে প্রায় ৩৫ টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগকালে ইবরাহিম নির্বাচিত হলে হাটহাজারীকে সন্ত্রাস মাদক ও মুক্ত,বেকার যুবসমাজের জন্য কারিগরী ও বৃক্তিমূলক প্রশিক্ষনের সুযোগ করে দেওয়া হবে বলে জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মির্জাপৃর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল বশর, সাবেক সভাপতি শফিউল আলম, মোস্তফা আলম মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক জাকের হোসেন, বিএনপি নেতা এসএম আবদুল জব্বার, আবু তালেব মেম্বার, নরুল আবছার আনছারী, রুকছান, মোঃ দিদারুল আলম, আবদুল মালেক, মোঃ আলম, ইমাম উদ্দীন, মোঃ ওয়াহিদুল আলম, আবদুল মন্নান মনা, হাজী ফোরকান আহম্মদ, ইয়াকুব, মোঃ পারভেজ, হেলাল শিকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

সকল