২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

ন্যায্য মূল্যের দাবিতে কক্সবাজারে লবণ চাষিদের বিক্ষোভ

ন্যায্য মূল্যের দাবিতে কক্সবাজারে লবণ চাষিদের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ‘অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি’ পালন করছে কক্সবাজার লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে দু’ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অ্যাডভোকেট শহীদুল্লাহ্ ইউপি চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান, নুরুল আজম ও শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের দাবি, কক্সবাজার ও চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র দেশীয় লবণ উৎপাদন কেন্দ্র। তারমধ্যে প্রায় ৯৫ শতাংশ লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায় টেকনাফ, কক্সবাজার সদর, ঈদাগাঁও, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া উপজেলায় এবং অবশিষ্ট ৫ শতাংশ লবণ উৎপাদন হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। গত মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় দেশীয় উৎপাদিত লবণ দেশের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। এমনকি অর্থবছরে উৎপাদিত লবণ চাহিদা মিটিয়ে বর্তমানে আরো ২ লাখ ২২ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।

চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। প্রায় ৬৫ হাজার একর জমিতে লবণ উৎপাদন হয়, যা ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাচ্ছে। দেশীয় লবণ শিল্পের সাথে ৬৫ হাজার চাষিসহ ১০ লাখ মানুষ লবণ শিল্পের সাথে সক্রিয়ভাবে জড়িত।

চাষিরা জানিয়েছেন, এ বছর মাঠ পর্যায়ে লবণের উৎপাদন ভালো থাকা পরও লবণের ন্যায্যমূল্য পাচ্ছে না। মাঠ পর্যায়ে বর্তমানে লবণ মণ প্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৩০ টাকা। অথচ এক মণ লবনের উৎপাদন খরচ ৩০০ টাকা থেকে সাড়ে ৩৫০ টাকা পর্যন্ত।

লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে বলেও দাবি করেন তারা।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থী বন্ধুদের যোগ্যতা বাড়াতে মনোযোগী হতে হবে : শিবির সভাপতি রুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ৪ নেতা আজীবন বহিষ্কার বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট চালু বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন দুর্নীতি ও দুঃসাশনমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিতে প্রস্তুত : জামায়াত আমির সাইফুজ্জামান চৌধুরীর বাড়িতে যেতেই কর্ণফুলী টানেল করা হয়েছে : প্রেস সচিব সুদানে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৪৬ আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র! গাজার অবকাঠামো ধ্বংসের পেছনে মূল উদ্দেশ্য কী দেশে বিশ্বমানের হাসপাতাল প্রয়োজন দেশের সার্বভৌমত্বে আঘাত করতেই ভারত পিলখানা হত্যাকাণ্ড করেছে : ড. মাসুদ

সকল