২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

আদালতে স্বীকারোক্তি : নোয়াখালীতে চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা

গ্রেফতার হওয়া আসামি ওবায়দুল হক - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালী সদর উপজেলায় চুরি করতে গেলে চোরকে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজিকে (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে একথা স্বীকার করেছেন ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া মো : ওবায়দুল হক ওরফে তারেক (৩৮)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ইব্রাহীম।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে রোজির ঘরে চুরি করতে ঢোকে একই গ্রামের তারেক। এ সময় রোজি দেখে ফেলায় একা ঘরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে চলে যায় তারেক। শব্দ শুনে বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই আহসান উল্যাহ জসিম মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানায় মামলাটি করেন।


আরো সংবাদ



premium cement