লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
- বান্দরবান প্রতিনিধি
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩
বান্দরবানের লামায় অতিরিক্ত মদপান করায় নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নুরুল আলম লামা পৌরসভার লাইনঝিরি এলাকার মো: হারুনের ছেলে।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: সাইফুদ্দিন মুরাদ জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নুরুল আলমকে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।‘
চিকিৎসকরা জানায়, তিনি মদপান করেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল আলম গভীর রাত পর্যন্ত তার বন্ধুদের নিয়ে মিরিঞ্জা রয়েল রিসোর্টে ছিলেন।
মিরিঞ্জা রয়েল রিসোর্টের কর্মচারী মিলন ত্রিপুরা জানান, ‘ঢাকা থেকে আসা তার দু‘জন বন্ধুসহ নুরুল আলম গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে সেখান থেকে বের হয়ে যাওয়ার পর কী হয়েছে তারা জানেন না।‘
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা