২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

৫ দফা দাবিতে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। - ছবি : নয়া দিগন্ত

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ ,ও বিসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।

সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে কর্মবিরতি শুরু করেন তারা।

এ সময় রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আসিফ জানান, দেশের সব মেডিক্যাল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এছাড়া মেডিক্যাল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চম বর্ষের সব শিক্ষার্থী তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকরা।


আরো সংবাদ



premium cement