চকরিয়ায় প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২
চকরিয়া পৌর শহরে থানার পাশে প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
রোববার (২৩ জানুয়ারি) গভীর রাতে থানার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার মরহুম মমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ, উত্তর কাহারিয়াঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে মো: নয়ন ও একই এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল।
জানা যায়, চকরিয়া থানাধীন পৌর শহরের বাটাখালী শ্রীমন্ত দাশ বাড়িতে শনিবার রাত ২টার দিকে মুখোশধারী ৬-৭ জন ডাকাত দারোয়ানকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশ (৪০)-এর বসত ঘরের দরজা খুলে ঢুকে পড়ে। ডাকাতরা দারোয়ানের হাত পা বেধেঁ ফেলে এবং গৃহকর্তীকে ছুরির ভয় দেখিয়ে তিন ভরি স্বর্ণালংকার, চার ভরি রুপার অলংকার, নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া জানান, সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে থানার একাধিক টিম ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। ডাকাতির ১৭ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলের আশ-পাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করে ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা