২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

জনগণের মতামত নিয়ে সংস্কার হবে : আমীর খসরু

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী - ছবি : বাসস

জনগণের মতামত নিয়ে সংস্কার হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কার কোনো ব্যক্তি এবং গোষ্ঠীর একার বিষয় না। সংস্কার হবে দেশের জনগণের মতামতের আলোকে। বিএনপির ৩১ দফা আকাশ থেকে পড়ে নাই। যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছে, সবাই মিলে এই ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছে।’

তিনি বলেন, ‘আমাদেরকে সংস্কারের গল্প বলার দরকার নেই। নতুন যারা সংস্কার শিখেছে, সেটা নিজেদের মধ্যে রেখে দেন। ৩১ দফা নিয়ে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করতে পারবো।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম মাঠে সিটি করপোরেশন আয়োজিত বই মেলার মঞ্চে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ছয় বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০-এর মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন। দেড় বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপিসহ যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছে সবাই মিলে ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছে। ৩১ দফা প্রণয়নে অনেক আলাপ হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক পরিবর্তন আনা হয়েছে। তারপর ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে আমরা ৩১ দফা প্রণয়ন করেছি।’

তিনি বলেন, ‘কমিশন হয়েছে আপনারা প্রস্তাব করুন। আপনারা কষ্ট করে করেছেন সেজন্য অনেক ধন্যবাদ। প্রস্তাবগুলো আগামী সংসদে পেশ করা হবে। আমরা বলেছি বলে ৩১ দফা হয়ে যাবে তা নয়, সেটাও সংসদে আলোচনা হবে। জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে দেশে আমরা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চাই। আগের মতো রাষ্ট্র পরিচালনা করা যাবে না। বিগত দিনের ভুল ত্রুটি সব কিছু মুছে দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।’

বইমেলা কি জিনিস সেটা নিজেই ভুলে গিয়েছিলাম উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বিগত দিনে বইমেলা বলতে যেটা বুঝাতো, সেটা হচ্ছে একটি দলের প্রতিষ্ঠাকারী এবং তার মেয়ে, তার পরিবার ও আত্মীয়-স্বজনের চিন্তা-ভাবনা দর্শন প্রতিফলিত হতো। স্কুলকলেজের শিক্ষার্থীদেরও সেই যাতনা পোহাতে হয়েছে। তাদের দর্শন ও চিন্তা কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের পড়তে ও শিখতে বাধ্য করা হয়েছে।’

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো: ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল, স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বাসস


আরো সংবাদ



premium cement
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো উৎপাদন শুরু পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাককারখানার আগুন নিয়ন্ত্রণে ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু

সকল