১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

রমজানে ১৫ টাকা কেজিতে ৫০ লাখ পরিবারকে চাল দেবে সরকার : খাদ্য উপদেষ্টা

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভায় বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আলী ইমাম মজুমদার। - ছবি : সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে আসন্ন রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবারকে কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এ ছাড়া সামনের ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে এক লাখ টন চাল উপহার হিসেবে দেয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

‘দেশে বর্তমানে খাদ্যশষ্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক আছে’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সঙ্কট তৈরি হয়েছিল সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে। দেশে এ মুহূর্তে ১৩ লাখ টন চাল ও গম মজুদ রয়েছে।’

এ সময় তিনি আরো বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সঙ্কট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। খাদ্য সঙ্কট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হতে পারে। বাংলাদেশ থেকে খাদ্যশষ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারকে উদ্ধার, দায়িত্ব হস্তান্তর চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ দুষ্কৃতিকারী আটক ইসলামী শাসন ব্যবস্থাই জাতিগঠনের একমাত্র পথ : প্রফেসর আসাদুল্লাহ ‘প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তার অপপ্রচার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে’ খালেদা জিয়া রোজার ঈদের পরে দেশে ফিরতে পারেন ‘বিশেষ কম্বিং অপারেশন’-এ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন ‘অপারেশন ডেভিল হান্ট’ বিএনপি আ’লীগ থেকে কতটা আলাদা ৩ হাজার কোটি টাকার ‘সুকুক’ বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক শবেবরাত উদযাপন : প্রসঙ্গ কথা উচ্চ শব্দে অতিষ্ঠ ঢাবি শিক্ষার্থীরা, তোপের মুখে ২৬ মাইক বন্ধ

সকল