রামগড়ে ডেভিল হান্টে ইউপি সদস্যসহ গ্রেফতার ২
- রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691869_120.jpg)
দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়ও চলছে এই ‘অপারেশন ডেভিল হান্ট’। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পাতাছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২ নম্বর ওয়ার্ডের মন্তাজ মিয়ার ছেলে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দিনকে (৪০) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহবুবনগর এলাকার আব্দুর রবের ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: বেলাল হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুই মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের এই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, ‘খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা