লোহাগাড়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১
- মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো: রিপন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় অভিযান চালিয়ে গর্জনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রিপন লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মরহুম আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মো: রিপনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন।
পুলিশ আরো জানায়, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন লোহাগাড়ায় রুজুকৃত একটি অপহরণ ও ধর্ষণ মামলার আসামি।
উল্লেখ্য, সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় মাদরাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত ভিকটিম শিশুকে আসামি মো: রিপনের নেতৃত্বে অজ্ঞাতনামা দু’জনসহ অপহরণ করে গর্জনিয়া পাড়াস্থ রিপনের বসতঘরে নিয়ে যায়। আসামি রিপন অজ্ঞাতনামা আসামিদের সহযোগীতায় ভিকটিমকে ধর্ষণ করে এবং মারধর করে।
মামলায় আরো উল্লেখ করেন, ধর্ষণ এবং মারধর পরবর্তী ভিকটিমকে লোহাগাড়া থানাধীন সাউন্ড হেল্থ হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়।
উপ-পরিদর্শক (এসআই) মো: শরীফুল ইসলাম বলেন, তার নামে আরো একটি মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা